চুয়াডাঙ্গায় সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় একটি সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় এ চাঁদাবাজি করতে। হাতির মাহুত ইশারা দিলেই পথ আটকে দিচ্ছিলো হাতিটি। তার হাত থেকে রেহাই পায়নি পথচারী, ব্যবসায়ী এমনকি মোটরসাইকেল বা জিপ-কারে যাওয়া কোনো ব্যক্তি। বিশাল দেহের হাতিটি যখনই কারোর ঘাড়ের ওপর শুঁড় রাখে তখনই তো সবার আত্মারাম খাঁচাছাড়া। টাকা না দিয়ে আর সরে পড়ার উপায় আছে? ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো ব্যাপার আর কী! ঠিক এরকম আতঙ্ক নিয়ে দেখা যায় অনেকেই ভয়ে দূরে সরে যান। কোনো কোনো সময় সার্কাসের শিকারি হাতিও উন্মত্ত হয়ে ওঠে। তাই হাতি দিয়ে চাঁদাবাজি করতে করতে যদি কোনো সময় দাঁতাল উন্মত্ত হয়ে তাণ্ডব চালায় এ আশঙ্কা থেকেই যায়। ভবিষ্যতে যাতে চুয়াডাঙ্গার কোথাও এ ধরনের হাতি দিয়ে চাঁদাবাজি না হয় সে ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সচেতন মহল মনে করে।

Leave a comment