আলমডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে গরুব্যবসায়ী হারাতে বসেছেন দু পা : রাজশাহী রেফার্ড : ঘাতক বাস আটক

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে আলমডাঙ্গা রেল স্টেশনের পরিত্যক্ত গোডাউনের নিকটবর্তী বাস-মোটরসাইকেল মুখমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু পা হারাতে বসেছেন। গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার দিক থেকে আসা বাসটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। এ সময় ড্রাইভার বাস ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে পাঠায়। পরে তাকে রাজশাহী রেফার করা হয়।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বণ্ডবিল মাঠপাড়ার কালু মণ্ডলের ছেলে আঃ খালেক একজন গরুব্যবসায়ী। তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা (চুয়াডাঙ্গা-জ-১১-০০০৪) বাসটি রেল স্টেশনের গোডাউনের নিকট পৌঁছুলে খালেক সাইড দেয়ার জন্য রাস্তা থেকে নেমে যান। বাস ড্রাইভার দ্রুত গতিতে এসে খালেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। খালেক পড়ে গেলে বাসটি খালেকের দু পায়ের ওপর দিয়ে চলে যায়। খালেকের দুটি পা ভেঙে যায়। স্থানীয় লোকজন বাসটিকে বেরিকেড দিলে ড্রাইভার পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় খালেককে উদ্ধার করে প্রথমে শেফা ক্লিনিকে পাঠায়। শেফা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।