আলমডাঙ্গার বেতবাড়িয়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বেতবাড়িয়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার কোনো এক সময় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহত বৃদ্ধ ছিলেন একজন ভিক্ষুক। তার কাছে পড়ে ছিলো একটি চাদর ও লুঙ্গি দিয়ে বাঁধা পোটলা। তাতে ছিলো ১ কেজি পরিমাণ চাল ও ৬৬৫ টাকা। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি লাশ উদ্বার করে।

এলাকা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গার বেতবাড়িয়া রেলগেটের ডাউন সড়কে কোনো এক ট্রেনে কেটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। লাশ দীর্ঘক্ষণ পড়ে থাকে রেল সড়কের পাশে। বৃষ্টি উপেক্ষা করে লাশ দেখতে উৎসুক জনতার ঢল নামে। কেউ লাশ দেখে পরিচয় দিতে পারেনি। তার পরনে ছিলো শাদা চেক লুঙ্গি, একটি আকাশি রঙের শার্ট ও একটি ব্লু রঙের শার্ট। পাশেই পড়ে ছিলো একটি কালো চাদর ও লুঙ্গি দিয়ে বাঁধা পোটলা। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশ লাশের সুরতহাল রিপোর্টসহ লাশ উদ্বার করে। এ ব্যাপারে জিআরপির ইনচার্জ এএসআই খোরশেদ দাবি করেন বেলা পৌনে ৫টার সময় ডাউন কপোতক্ষ ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধের পরিচয় মেলেনি। ধারনা করা হচ্ছে রেল সড়কের বেতবাড়িয়া গেট দিয়ে পার হবার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী জানায়, বেতবাড়িয়া রেলগেটে অনেক দিন ধরেই গেট ও গেটম্যান নেই। তাই জনসাধারণ নিজ দায়িত্বে অত্যন্ত ঝুঁকি নিয়ে পার হয়।