মেহেরপুর জেলা বাস্তুহারা লীগের ৪৯তম প্রতিষ্ঠাতাবার্ষিকী পালিত

 

মেহেরপুর অফিস: কেক কাটা, আলোচনাসভা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের ৪৯ বছর পূর্তি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় মেহেরপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে ওই বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। মেহেরপুর জেলা বাস্তুহারা লীগের সভাপতি মো. ফিরোজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস্তুহারা লীগের কার্যকরী সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, নুরুন্নবী, নাসির, যুগ্মসম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মামুন সেফিক, সদর উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল, সহসভাপতি মো. লালন ও জিয়া, শহর বাস্তুহারা লীগের সভাপতি অনিম হোসেন, সম্পাদক মজিদুল ইসলাম, শহর শ্রমিক লীগের সম্পাদক বকুল হোসেন, আমঝুপি ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি মো. তারিক, সম্পাদক মহিবুল ইসলাম, বারাদী ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি মুজাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি মো. লিটন, বুড়িপোতা ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি বাবু ডাক্তার, আমঝুপি ৫নং ওয়ার্ড বাস্তুহারা লীগের সভাপতি সফি প্রমুখ। পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। এর আগে আলোচনা সভাস্থলে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটা হয়।

Leave a comment