ভাড়া নিয়ে বিরোধ: এক যাত্রীকে কুপিয়ে জখম করেছে করিমনচালক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাজরাহাটির শহিদুলকে (৩৫) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে গুরুতর আহত করা হয়েছে। আমির হোসেনের ছেলে শহিদুল ঘটনার বর্ণণা দিতে গিয়ে শ্যালোইঞ্জিনচালিত করিমনেরচালক তার মাথায় ধারালো অস্ত্র দা দিয়ে কোপ মারে বলে অভিযোগ করে বলেছেন, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বঙ্গজের সামনে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে চালক এ ঘটনা ঘটায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলেছেন, আহত শহিদুলের অবস্থা আশঙ্কাজনক।

Leave a comment