বৃদ্ধাভাতা হারানো অসহায় বৃদ্ধাকে কাছে টেনে সহযোগিতার হাত বাড়ালেন এক বৃদ্ধা

স্টাফ রিপোর্টার: একজন বৃদ্ধার ভাতা ছিনিয়ে নিয়েছে এক প্রতারক ছিনতাইকারী। অপর এক বৃদ্ধা তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকই শুধু নন, দুজন কৃতীসন্তানের মা। তিনি এক বৃদ্ধার ১২শ টাকা ছিনতাই হওয়ার খবর পত্রিকায় পড়ে নীরব না থেকে ছিনতাইয়ের শিকার বৃদ্ধাকে কাছে ডেকে গোছিয়ে দিলেন নগদ ৫ হাজার টাকা। গতকাল রোববার দুপুরে শুধু নগদ টাকাই দিলেন না, পাশে বসিয়ে খাবার খাইয়ে বিদায় করলেন সৈয়দা মতলুবা খাতুন। তিনি জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান আসাদের মা।

জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বেলগাছি গ্রামের বৃদ্ধা জামেলা খাতুন আলমডাঙ্গার একটি ব্যাংক থেকে বৃদ্ধাভাতা বাবদ পাওয়া ১২শ টাকা তোলেন। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর পরই অজ্ঞাত পরিচয়ের এক প্রতারক ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। তাকে দাদি বলে ডেকে ১২শ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় প্রতারক ছিনতাইকারী। এ খবর গত শনিবার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদন পড়েন চুয়াডাঙ্গা ইমার্জেন্সি সড়ক সংলগ্ন পোস্ট অফিসপাড়ার সৈয়দা মতলুবা খাতুন ও তার ছোট ছেলে সৈয়দ আসাদুজ্জামান আসাদ। প্রতিবেদন পড়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, একজন বৃদ্ধা তার ভাতাটি নিয়েও বাড়ি ফিরতে পারেননি?

মাথাভাঙ্গার মাধ্যমে যোগাযোগ করেন ছিনতাইয়ের শিকার জামেলা খাতুনের সাথে। চুয়াডাঙ্গায় আসার আহ্বান জানান। জামেলা খাতুন তার এক ছেলেকে সাথে নিয়ে গতকাল চুয়াডাঙ্গায় আসেন। তাকে নিয়ে মাথাভাঙ্গার কয়েকজন সদস্য সৈয়দা মতলুবা খাতুনের নিকট হাজির হন। তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। প্রতারিত বৃদ্ধাকে কাছে টেনে নগদ ৫ হাজার টাকা প্রদানের পাশাপাশি দুপুরের খাবার পাশে বসিয়ে খেতে দেন। এরপর বিদায় করে বলেন, ব্যাংক থেকে টাকা তোলার সময় একটু সাবধানে থাকবেন।

উল্লেখ্য, সৈয়দা মতলুবা খাতুন ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তিনি বর্তমানে অবসর জীবননযাপন করছেন। তার ছোট ছেলে জামান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক। অপর ছেলে লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান।

Leave a comment