দর্শনা শান্তিপাড়া রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধনকালে জেলা পরিষদের প্রশাসক মনজু

 

দর্শনা অবকাঠামো উন্নয়নে যথাযথ চেষ্টা অব্যাহত থাকবে

দর্শনা অফিস: দর্শনা পৌর শহরের মোবারকপাড়া, পাঠানপাড়া ও শান্তিপাড়ার মানুষের চলাচলের সুবিধার জন্য দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর ঘেঁষে রাস্তা নির্মাণ করা হয় কয়েক বছর আগে। বৃস্টি-বাদলার সময় ওই রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ওই রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু।

গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা পরিষদের অর্থায়নে রাস্তাটির পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে অবিরাম। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই। গণমানুষের সেবায় নিয়োজিত এ সরকারের হাতকে আরো শক্তিশালী করতে আ.লীগের পতাকাতলে সমাবেত হন। চুয়াডাঙ্গা জেলা তথা দর্শনার উন্নয়নে আমার যথাযথ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ৫ লাখ টাকা ব্যায়ে রাস্তা নির্মান কাজ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাঞ্চন বিবি, ঠিকাদার আলী নজরুল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সমাজসেবক মীর জামিল হোসেন, শিক্ষক শফিউদ্দিন, বাবলু সরদার, সাইফুল ইসলাম হুকুম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শান্তিপাড়া জামে মসজিদের পেশ ইমাম কাজি রফিকুল ইসলাম।

Leave a comment