অর্থ অভাবে উচ্চ শিক্ষা গ্রহণে অনিশ্চয়তার মধ্যে রিতার পরিবার
ডিঙ্গেদহ প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করলেও অর্থ অভাবে উচ্চ শিক্ষা গ্রহণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের দিনমজুর আব্দুল লতিফ গনির মেয়ে রিতা খাতুন। এ ব্যাপারে রিতার পিতা আব্দুল লতিফ গনি জানান, তার ১ ছেলে ১ মেয়ে। তিনি পরের জমিতে শ্রম দিয়ে আবার কখনও অন্যের জমি বর্গা নিয়ে কোনো রকমে সংসার চালান। ছোটবেলা হতেই মেয়েটি লেখাপড়ায় ভালো। প্রাইমারি স্কুল পাসের পর তিনি তার মেয়ে রিতাকে গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। রিতা হাইস্কুলে ভালোভাবে লেখাপড়া করার ফলে বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান, ফ্রি প্রাইভেট পড়াসহ সকল সহযোগিতা প্রদান করে আসছিলো। এমনকি ফরম পুরণের টাকা দেন বিদ্যালয়ের শিক্ষকগণ। শিক্ষকদের সার্বিক সহযোগিতায় তার মেয়ে রিতা এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করলেও অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। কোনোভাবে কলেজে ভর্তি করলেও সারা বছরের লেখাপড়ার খরচ জোগাড় করা নিয়ে চিন্তিত তার পিতা। এ অবস্থায় রিতার লেখাপড়ার খরচ বহন করে উচ্চ শিক্ষা গ্রহণে অনিশ্চয়তার মধ্যে তার পরিবার। এ ব্যাপারে রিতার কাছে জানতে চাওয়া হলে রিতা বলেন, সুযোগ পেলে ডাক্তারি পড়তে চাই। রিতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, রিতাকে ৬ষ্ঠ শ্রেণি থেকেই আমরা বিদ্যালয় হতে বই-খাতাসহ শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করেছি। এমনকি বিনা টাকায় প্রাইভেট পড়িয়েছি। সকলের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। উচ্চ শিক্ষা লাভের খরচ বহনের জন্য এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।