টিপ্পনী

 

খবর:(আমের প্যাকেটে গুলি, দুজন আটক)

বাপরে বাবা কী ঘটনা নয় রটনা

আমের সাথে গুলি

খাওয়ার সাথে পানি দানা তা অজানা

শূন্য ভালো ঝুলি!

 

সহজে তাই হাত দিয়ো না ঢেলা কানা

হবে বিপদ ভারি,

ফলের ভেতর কার রসনা ছুঁতে মানা

বেজায় কেলেঙ্কারি!

 

ওরা কি আর মানুষ না না সত্যি তা না

অমানুষের ছাও,

পারলে করো ফানা ফানা দিয়ে হানা

তারপরে ফল খাও!

-আহাদ আলী মোল্লা

Leave a comment