স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার রহিতোষের মেয়ে বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী রিয়া (১২) ও আলমডাঙ্গা মোচাইনগরের রুনা খাতুন বৈদ্যুতিন শকে আহত হয়েছে। রুনা মোবাইলফোন চার্জ দিতে গিয়ে আর স্কুলছাত্রী রিয়া টর্চলাইট চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে আহত হয়। দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুনা আকতার মোচাইনগর গ্রামের হুসানের স্ত্রী। গতকাল রোববার পৃথক সময় পৃথক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।