জীবননগর মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: সীমান্ত সমস্যা নিয়ে গতকাল রোবাবর জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬৪ নম্বর পিলার বরাবর দৌলৎগঞ্জ আইসিপি নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত পতাকা বৈঠকে তারকাঁটার বেড়া না কাটা, ভারত হতে মাদকদ্রব্য পাচার হয়ে না আসা এবং শিশু ও নারী পাচার বন্ধসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পতাকা বৈঠকে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১১৩ ব্যাটালিয়নের পক্ষে টুঙ্গি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরবি মিশ্র নেতৃত্ব প্রদান করেন।

Leave a comment