স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জনকল্যাণ সংস্থার আভ্যন্তরীণ সঙ্কট কাটেনি। বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে। এক পক্ষের দায়ের করা মামলায় ইতোমধ্যেই সংস্থার নির্বাহী পরিচালক নূরুল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার বাদী পক্ষের অভিযোগ, ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে ধরছে না।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে জনকল্যাণ সংস্থার বর্তমানে প্রধান কার্যালয়। এ সংস্থার কোষাধ্যক্ষ রুহুল আমিন নির্বাহী পরিচালক নূরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে না ধরায় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানিয়েছে মামলার বাদীপক্ষ।