আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান : দরিদ্র গৃহবধূকে নির্মমভাবে হত্যা মামলার দু আসামিকে গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে পারদুর্গাপুরে জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দরিদ্র গৃহবধূকে নির্মমভাবে হত্যা মামলার দু আসামিকে গ্রেফতার করেছে। গত শনিবার বিকেলে পারদুর্গাপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুরের মৃত সানোয়ার হোসেনের বিধবা স্ত্রী আমেনা খাতুনের (৫০) সাথে বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো প্রতিবেশী আলম চৌকিদারের। গত ১৯ জুন বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলম চৌকিদার এবং তার স্ত্রী চায়না খাতুন ও তাদের কলেজপড়ুয়া মেয়ে জেসমিন বিধবা আমেনা খাতুনকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে নির্যাতনের শিকার আমেনা খাতুন মাটিতে পড়ে গেলে তারা তাকে উপর্যুপরি দলেচটকে হত্যার অপচেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা আমেনা খাতুনকে উদ্ধার করে। ওই সময় আমেনা খাতুন অজ্ঞান অবস্থায় শুধু বমি করছিলেন। পরে ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন মারা যান। রাতেই এ ঘটনায় নিহতের ছেলে আনিস আলী আলমডাঙ্গা থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে আলম চৌকিদারের স্ত্রী চায়না খাতুন ও মেয়ে জেসমিন আরাকে শনিবার বিকেলে এসআই মকবুল ও এসআই আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে। শনিবারই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।