মাথাভাঙ্গা মনিটর: পবিত্র পর্বতে গিয়ে নগ্ন হওয়ায় ‘ভূমিকম্প ঘটার’ অভিযোগ ওঠার পর চার পর্যটককে ‘অশ্লীল আচরণের’ অভিযোগে তিন দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছে মালয়েশিয়ার একটি আদালত। যুক্তরাজ্যের এলানর হকিংন্স, কানাডার দু সহোদর লিন্ডসে ও ড্যানিয়েল পিটারসন এবং নেদারল্যান্ডসের ডেলান নিলকে এ শাস্তি দেয়া হয়। কোট কিনাবালু ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বলেন, ওই চার পর্যটক নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন। তাদের তিনদিনের কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হলো। তাদের কারাবাসের মেয়াদ ৯ জুন থেকে ধরা হবে। অর্থাৎ তাদের কারাবাসের মেয়াদ শেষ, জরিমানা পরিশোধ করে তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। জরিমানার অর্থ পরিশোধ করে পর্যটকদের শনিবার মালয়েশিয়া ছাড়ার কথা ছিলো।
আদালতে আইনজীবীরা বলেন, ১০ পর্যটকের একটি দল ৩০ মে কিনাবালুর চূড়ায় ওঠে। একপর্যায়ে তারা একে অপরকে কাপড় খুলে ফেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এরপর ৫ জুন মালয়েশিয়ার সাবাহ প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে মাউন্ট কিনাবালুতে অন্তত ১৮ পর্বতারোহীর মৃত্যু হয়।