জীবননগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সম্পন্ন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত। ছেলেদের খেলায় পাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকার ধাণ্যখোলা সরকারি প্রথামকি বিদ্যালয়কে পরাজিত করে জীবননগর উপজেলা চ্যাম্পিয়ন ও মেয়েদের খেলায় বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করেছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন।
বিকেলে জীবননগর ষ্টেডিয়ামে পাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ধাণ্যখোলা সরকারি প্রাধমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দল গোল করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে পাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে ধাণ্যখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে মেয়েদের ফুটবলে বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি নির্দিষ্ট সময়ে মধ্যে গোলশূন্যভাবে শেষ হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি হুমায়ুন কবির ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কোমল কুমার ভট্রাচার্য্য।

Leave a comment