চুয়াডাঙ্গা সাতগাড়িমোড় পরিদর্শন করলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম : ঘটনার পুনরাবৃত্তি ঘটালে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাতগাড়ি মোড়ে হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনায় এলাকা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি সাতগাড়িমোড় এলাকায় যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও ভুক্তভোগী এলাকাবাসী তার কাছে বিভিন্ন অভিযোগ করেন। ভবিষ্যতে যাতে এমন হামলার ঘটনা না ঘটে সে জন্য পরস্পরের সাথে মতবিনিময় করেন এবং পৌর মেয়র কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িমোড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এলাকায় দু’দল যুবকের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হন। কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এ অবস্থা প্রশমনে গতকাল শনিবার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার সেখানে যান এবং সবার অভিযোগ শোনেন। পরবর্তীতে যাতে কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় সে জন্য তিনি সবাইকে হুঁশিয়ার করে দেন। সবাই যাতে পরস্পর সম্প্রীতির সাথে বসবাস করেন সে ব্যাপারে তাগিদ দেন তিনি। এরপর কেউ কোনো প্রকার অঘটন ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।