চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইলনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী। প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলী, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সহকারী শিক্ষক লোকমান হোসেন, কুকিয়া চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, জালশুকা সরকারি বিদ্যালয়ের এসমসির সভাপতি তাহাজদ্দিন। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা-গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পীরগঞ্জ শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলাটি পরিচালনা করেন শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নান্না। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝ বিজয়ী ট্রফি তুলে দেন।

Leave a comment