ওয়ানডেতে লিটন ও মুস্তাফিজ

স্টাফ রিপোর্টার: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান থাকছেন। বাদ পড়েছেন ইঞ্জুরিতে পড়া মাহমুদউল্লাহ ও আবুল হাসান। এ সিরিজের জন্য দলের ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে গত টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় তরুণ বাহাতি পেসার মুস্তাফিজের। লিটন ওই দলে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয়েছে এ ইউইকেটকিপার ব্যাটসম্যানের। ফতুল্লা টেস্টের দল ঘোষণার পরদিনই বৃহস্পতিবার সকালে স্লিপ ক্যাচিং অনুশীলনে চোট পান মাহমুদউল্লাহ। তার জায়গাতেই দলে ডাক পেলেন লিটন। ওয়ানডে দলে আছেন আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার। ভারতের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি , তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান।