আমের প্যাকেটে গুলি : দু জন আটক

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে আমের প্যাকেট থেকে ৪৫ রাউণ্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে ৱ্যাব। এ সময় দু জনকে আটক করা হয়েছে। আমের প্যাকেটটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছিলো। গত শুক্রবার রাতে গুলিগুলো জব্দ করা হয়। গতকাল শনিবার আটক দু জনকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রজিত বিল্লাহ ওরফে রাজু (৩২) ও মৃত ইউসুফ মণ্ডলের ছেলে আব্দুল কাইয়ুম (৩০)। ৱ্যাবের ভাষ্য, আটককৃতরা নিজেদের কুরিয়ার সার্ভিসের কর্মী বলে পরিচয় দিয়েছেন। তবে তাদের কথায় অসংগতি পাওয়া গেছে। ৱ্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় একটি ভটভটিতে থাকা আমের প্যাকেটে তল্লাশি চালায় ৱ্যাব-৫ এর সদস্যরা। এ সময় ভটভটিতে থাকা ৫৪টি আমের প্যাকেটর মধ্য থেকে একটি প্যাকেট থেকে ৪৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় রাজু ও কাইয়ুমকে। এ সময় তাদের ব্যবহৃত ভটভটি, একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৭৬১ টাকাও জব্দ করা হয়।