সাহিত্য সম্মেলনে যোগ দিতে আলমডাঙ্গায় এসে পশ্চিমবঙ্গের কবি অমরেন্দ্র নাথ বাগের মৃত্যু

 

আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশে সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসে ভারতের পশ্চিমবঙ্গের নজরুল গবেষক অমরেন্দ্র নাথ বাগ (৬৭) স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশে বেশ কয়েকটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গায় পৌঁছেন। গতকালই সন্ধ্যায় তার লাশ দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরের ব্যানাচিতির অগ্রণী স্ট্রিটের ১নং জৈনকুণ্ডু এমকে প্লটের মৃত রাখালচন্দ্র বাগের ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমরেন্দ্র নাথ বাগ প্রায় ৭/৮ বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পরে তিনি সাহিত্যচর্চা করেই অধিকাংশ সময় অতিবাহিত করেন। মূলত নজরুল গবেষক হিসেবে তিনি পরিচিত হয়ে ওঠেন। গত ১১ জুন সকালে দর্শনা চেকপোস্ট হয়ে আরও ৩ জনকে সাথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে আলমডাঙ্গা, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি সাহিত্য সম্মেলনে যোগ দেয়ার নিমন্ত্রণ পেয়ে তিনি এসেছিলেন। গতকাল আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও আলাউদ্দীন আহমেদ সাহিত্য পরিষদ আয়োজিত ২ বাংলার সাহিত্য সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। কুষ্টিয়া শহরে এক সাহিত্য সম্মেলনে যোগদানের উদ্দেশে দুপুরে তিনি কুষ্টিয়ায় গমন করেন। বিকেলে কুষ্টিয়া শহরের সাহিত্যিক আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তার লাশ ভারতে নিয়ে যাওয়ার জন্য দর্শনায় নেয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ভারতের গেদে স্টেশন হয়ে লাশ দুর্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিলো। এ মর্মান্তিক মৃত্যুতে আলমডাঙ্গার শিল্প-সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।

Leave a comment