মেহেরপুর অফিস: মেহেরপুর অরণি থিয়েটারের উদ্যোগে জেলা শিল্পকলার পার্শ্বস্থ অরণির কার্যালয়ে শিশুশ্রম প্রতিরোধে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামসুজ্জামান রন্টুর সভাপতিত্বে ও নিশান সাবেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন মাহবুবুল হক মন্টু, সাঈদ হোসেন, উজ্জ্বল, মুন্না, লাল্টু, রিপন, রাজু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে শিশুশ্রম বন্ধের ঘোষণা দেন। পরে সেখানে এক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।