মহেশপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩০ মণ আম ধ্বংস : ব্যবসায়ীকে জরিমানা

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে ইথোপেন নামক ওষুধ মিশ্রিত অপরিপক্ক আম ধ্বংস ও ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

আদালতসূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের একটি আমবাগানে অপরিপক্ক আম পাকানোর জন্য ইথোপেন নামক ওষুধ স্প্রে করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় ব্যবসায়ী সুমন শেখ ওষুধ স্প্রের কথা স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওষুধ মিশ্রিত ৩০ মণ আম ধ্বংস করা হয়। আদালত চলাকালে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার আবু তালহা, এসআই খবির হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ।

Leave a comment