দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী শিবনগর গ্রামের জামালকে (৩৫) ২০ বোতল ফেনসিডলসহ আটক করেছে। সেইসাথে জব্দ করেছে ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল। আটক জামাল দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের হিসাব মণ্ডলের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে হরিরামপুর মাঠ থেকে আটক করেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আবুল কালাম সর্দার গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিরামপুর মাঠে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শিবনগর গ্রামের হিসাব মণ্ডলের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জামাল উদ্দিনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ ঘটনায় জগন্নাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আবুল কালাম সর্দার বাদী হয়ে জামাল উদ্দিনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন। এদিকে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জামাল ফেনসিডিলসহ বিজিবির হাতে আটক হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শান্তিপ্রিয় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং কেউ কেউ মিষ্টিও বিতরণ করেছেন বলে এলাকাবাসী জানায়।