তেইশ দিনের শিশু রেদওয়ানকে শ্বাসরোধ করে হত্যা : নানি গ্রেফতার

ঝিনাইদহের কাশিপুরে নৃশংসতার শিকার উদয়পুরের শিশুসন্তান : পুলিশি তদন্ত শুরু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা সদরের কাশিপুরে ২৩ দিনের শিশু রেদওয়ানকে হত্যা করে ধানের বিচুলিগাদায় লুকিয়ে পার পায়নি তার নানি। শিশু নাতিকে পরশু রাতে হত্যা করে বিচুলিগাদায় লুকিয়ে রাখে। গতকাল শুক্রবার সকালে শিশুর মৃতদেহ উদ্ধারের সময় নানি রোজিনা বেগমকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। রেদওয়ান ঝিনাইদহ জেলা সদরের উদয়পুর গ্রামের রঞ্জুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঝিনাইদহ জেলা সদরের উদায়পুর গ্রামের রঞ্জু রহমানের স্ত্রী রেখা খাতুন গত ২৩ দিন আগে হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন। হাসপাতাল থেকে রেখা তার সন্তান নিয়ে পিতার বাড়ি একই উপজেলার কাশিপুরে যান। সেখানেই ছিলেন রেখা ও তার সন্তান। নাম রাখা হয় রেদওয়ান। গত বৃহস্পতিবার রাতে শিশু রেদওয়ান কান্নাকাটি শুরু করলে নানি রোজিনা বেগম তাকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করে। রেখা ঘুমিয়ে পড়েন। শেষ রাতে রেখা ঘুম থেকে উঠে সন্তান না পেয়ে অস্থির হয়ে পড়েন। তার মায়ের তথা রেদওয়ানের নানির আচরণও অস্বাভাবিক লক্ষ্য করা যায়। এরই এক পর্যায়ে গতকাল শুক্রবার ধানের বিচুলিগাদার ভেতর থেকে শিশু দেওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর দেয়া হয় পুলিশে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর বিপ্লব কুমার নাথ জানান, সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালমর্গে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশু নাতিকে হত্যার সাথে জড়িত সন্দেহে তার নানি রোজিনাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে স্থানীয়দের অনেকেই বলেছেন, রোজিনা বেগম মানসিক ভারসাম্যহীন হয়েই হয়তো এ ঘটনা ঘটিয়েছে। পুলিশি তদন্তে অবশ্যই রহস্য উন্মোচন হবে বলে স্থানীয়রা আশা করছে। শিশুর মৃতদেহ গতকাল তার পৈত্রিক গ্রামে দাফনের প্রক্রিয়া করা হয়।

Leave a comment