ঝিনাইদহের কালীগঞ্জে দু মাদকব্যসায়ীর কারাদণ্ড

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জাকির হোসেন (২৯) ও হাবিবুর রহমান (৩০) নামের দু মাদকব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে ৱ্যাব-৬’র সদস্যরা শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনের ভাঙড়িপট্টিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পাকুলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৯) ও কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের আ. রউফের ছেলে হাবিব রহমানকে ৩ শ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের মাদকদ্রব্য আইনে ১৯৯০ এর ৯ ধারা অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত মাদকব্যবসায়ীরা প্রায়ই কুষ্টিয়া থেকে গাঁজা এনে কালীগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন জানান, মাদকদ্রব্য বিক্রির অভিযোগে তাদের ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।