চুয়াডাঙ্গা ছোটসলুয়ার সাবেক মেম্বার মুছা হকের বাড়িতে ডাকাত দলের হানা : গ্রামবাসীর প্রতিরোধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের ছোটসলুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুছাহাক মেম্বারের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল পিছু হটে। স্থানীয় পুলিশ প্রশাসনকে মোবাইলে ডাকাতির উপস্থিতি জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। পুলিশের নীরব ভূমিকায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত মুছাহাকের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। ডাকাত দল ছোটসলুয়া-নলবিলা গ্রামের মাঠে অবস্থান করছে এমন সংবাদও পুলিশকে জানানো হয়। রাত জেগে গ্রামের অনেকেই পাহারা দেয় ওই বাড়ি। গ্রামবাসী অভিযোগ করে বলে, ডাকাতির বিষয়টি মোবাইলফোনে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিতকে জানানো হলে তিনি তাতে কোনো কর্ণপাত করেননি। উল্টো গ্রামবাসীকে বলেছে, ডাকাত ধরে আমাদের খবর দেন। পুলিশের এহেন উত্তরে গ্রামবাসীর মধ্যে হতাশা এবং চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এএসআই মুহিতুর রহমান মুহিত বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

 

মাদক মামলার আসামি রাঙ্গিয়ারপোতার মাহাবুব গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: মাদক মামলার ওয়ারেন্টভুক্ত মামলার আসামি চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাবুবকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই শফিকুল ইসলাম গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে মাদক মামলার আসামি ইজাজুল ইসলামের ছেলে মাহাবুবকে গ্রেফতার করেন। পুলিশ বলেছে, মাহাবুব ফেনসিডিল চোরাচালানী মামলার আসামি। গ্রেফতারকৃতকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।