স্টাফ রিপোর্টার: সহিংসতা-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সম্মিলিতভাবে নাগরিক সমাজের করণীয় বিষয়ে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গায় এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, গভার্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের সদস্যসচিব দক্ষিণ-এশিয়া খাদ্য অধিকার ফোরামের সদস্যসচিব মহসিন আলীর সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক ও পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন। সভায় সম্মিলিত নাগরিক সমাজের কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কিত ধারণাপত্র পাঠ করেন রুনা লায়লা দীপা ও নাফিসা তাবাচ্ছুম তামান্না। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় এ জাতীয় উদ্যোগের প্রেক্ষিত ও প্রস্তাবনাকে সমর্থন জানিয়ে আলোচনা করেন ডা. মার্টিন হীরক চৌধুরী, অ্যাড. আলমগীর হোসেন, নিমাইপদ সিংহ রায়, লুৎফর রহমান, অ্যাড. নওশের আলী, আবু সুফিয়ান বিল্লাল, কাজল মাহ্মুদ, এম নুরুন্নবী, মকবুল হোসেন, কাজী রফিকুল হক, খালিদ হাসান, সাহিদ হাসান হালিম, শাহীন সুলতানা মিলি, আলাউদ্দিন উমর, রিচার্ড রহমান প্রমুখ। আলোচকবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানে বিধৃত স্বাধীনতার ঘোষণাপত্র এবং চার মূল স্তম্ভের আলোকে জাতীয় সংহতি দৃঢ়করণের মাধ্যমে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সহিংসতা, সন্ত্রাসসহ সঙ্কট থেকে উত্তরণের উপায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। সভাশেষে সম্মিলিত নাগরিক সমাজের কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডা. মার্টিন হীরক চৌধুরীকে আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট সম্মিলিত নাগরিক সমাজ, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা করা হয়।