স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের অওতায় মুক্তিযোদ্ধার সন্তানদের আয়বর্ধন কর্মকাণ্ডের ওপর পাঁচদিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক একে আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন ও সদর উপজেলা কমান্ডার আ.শু বাঙালী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কহিনুর ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা উপপরিচালক (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজুর হোসেন।
প্রশিক্ষণ কোর্সে জেলার চার উপজেলার ৩০ জন মুক্তিযোদ্ধার সন্তান অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে সঞ্চয় ও হিসাবরক্ষণ, হাঁস-মুরগি পালন. গরু-ছাগল পালন, মৎস্য চাষ ও বসতবাড়ির আঙিনায় শাক-সবজি চাষ প্রভৃতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্স আগামী ১৬ জুন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি যাতে সফলভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। যারা প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছে তারা যেন ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে।