স্টাফ রিপোর্টার: এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ১ লাখ ৫৮ হাজার আসন শূন্য থাকবে। এই সংকটের হার গ্রামের লেজগুলোতেই বেশি দেখা যায়।
যশোর বোর্ডের কলেজ পরিদর্শক জানান, এ বোর্ডের অধীন ৪০টি সরকারি ও ৫২৭টি বেসরকারি কলেজ রয়েছে। প্রতিটি কলেজে মানবিক বিভাগে দেড়শ, বিজ্ঞান বিভাগে দেড়শ ও ব্যবসায় শিক্ষা বিভাগে দেড়শ করে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্র ভর্তির অনুমোদন দেয়া আছে। কোনো কলেজ আরো বেশি সংখ্যক আসন চাইলেও তা বাড়িয়ে দেয়া হয়ে থাকে। সব মিলিয়ে কলেজগুলোর আসন সংখ্যা হচ্ছে দু লাখ ৫৫ হাজার দেড়শ। যশোর বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে এক লাখ ৭ হাজার ৬শ ৯৮ জন। পাস করা সব ছাত্রছাত্রী কলেজে ভর্তি হবে না। অনেক ছাত্রছাত্রী ঝরে পড়বে, কেউ পলিটেনিক কলেজে ভর্তি হবে। আবার কেউ অন্য এলাকায় চলে যাবে। কলেজগুলোতে ভর্তির জন্য ৯৭ হাজার ছাত্রছাত্রী পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার সরকার উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির নতুন পদ্ধতি প্রবর্তন করেছে। যশোর বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস বলেন, একজন ছাত্র পছন্দের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে। আবেদনে ৫টি কলেজ পছন্দ করতে পারবে। বুয়েটের আইসিটি টিম কোন কলেজে ভর্তি হবে তা নির্ধারণ করে দিবে। শুধু বেসরকারি কলেজে নয়, সরকারি কলেজেও আসন খালি থাকবে। বেশ কয়েক বছর ধরে ঝিনাইদহ জেলার শৈলকুপা সরকারি কলেজ, লালন শাহ সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ, মহেশপুর সরকারি কলেজ ও বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজ, কুষ্টিয়ার আমলা সরকারি কলেজ, সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ ও তালা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে আসন শূন্য থাকে বলে জানা যায়।