স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে মু. মাসুম বিল্লাহকে সভাপতি ও মু. সাইফুল ইসলামকে সেক্রেটারি করে ২৫ সদস্যের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদর থানা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ মাওলানা আব্দুল কাদের। বিশেষ মেহমান ছিলেন জেলা সেক্রেটারি ডা. জেনারুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন সোহেল ও সাংগঠনিক সম্পাদক মু. ইমরান সরকার।