স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া মনিরামপুর ও রাজপুরের মধ্যবর্তী দীর্ঘদিনের কবরস্থান নিয়ে উত্তেজনা দানা বেধেছে। মনিরামপুর গ্রামবাসীর গঠন করা কবরস্থান কমিটি না মেনে গতকাল রাজাপুর গ্রামের সাধারণ মানুষ সংগঠিত হয়ে ফজলুর রহমানকে সভাপতি করে ১শ ৫১ সদস্যের কমিটি গঠন করেছে। কবরস্থানটি পাঁচিল দিয়ে ঘেরা এবং রাজাপুর প্রান্তে গেট করলেও মনিরামপুর গ্রামের দিকে দরজা না রাখায় মনিরামপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।