আলমডাঙ্গা উপজেলা ও পৌর জাসদের সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: আজ শনিবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর জাসদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের বেশ উৎফুল্ল।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আকতার এমপি। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. আকসিদুল ইসলাম রতন, জাসদ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, কাউন্সিলর ডালিম হোসেন, মিরাজুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করবেন উপজেলা জাসদের সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লা।

Leave a comment