আলমডাঙ্গার সাংবাদিক শরিফুল ইসলাম রোকনের মায়ের ৮তম মৃত্যুবার্ষিকী পালন

 

আলমডাঙ্গা ব্যূরোঃ দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকনের মাতা রেবেকা খাতুনের ৮তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। ২০০৮ সালে ১২ জুন লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইবনেসিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে এক মেয়েসহ নাতি-নাতনি রেখে যান। গতকাল শুক্রবার বাদ জুমা আলমডাঙ্গা থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতেও মিলাদ ও দোয়া মাহফিদ অনুষ্ঠিত হয়। এছাড়াও দারুস সালাম এতিমখানা ও লিল্লাহ বোডিঙের ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আলমডাঙ্গা থানা জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক লিমন। সাংবাদিক শরিফুল ইসলাম তার মায়ের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a comment