আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোবিন্দপুরের বাপ্পীসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। আলমডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতার কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা, ২২ পিস লুঙ্গি ও থ্রিপিস কৌশলে ছিনতাই করে কতিপয় দুর্বৃত্ত।
জানা গেছে, অন্যান্য দিনের মতো আলমডাঙ্গা এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতে আসেন নরসিংদী জেলার পুরানপাড়ার মৃত জলিল মিয়ার ছেলে সোহেল (২৩)। গত পরশু তিনি ৫৭ পিস লুঙ্গি ও ২১টি থ্রিপিস নিয়ে সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেচাকেনা করেন। বাড়ি ফেরার জন্য সন্ধ্যায় স্টেশনের দিকে রওনা হন। স্টেশনের নিকটবর্তী স্থানে এক যুবক তার কাছ থেকে ৩শ ১৫ টাকা দিয়ে একটি লুঙ্গি কেনে। লুঙ্গি কেনার সময় ওই যুবক তার কোমরে বাঁধা তবিলে অনেক টাকা দেখে লোভ সামলাতে পারেনি। মোবাইলে আরো ২ জনকে ডেকে নেয়। তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে এসব জানার পর তারা আরো ৬টি লুঙ্গি কেনার কথা বলে পাশের গলির মধ্যে কৌশলে নিয়ে গিয়ে মারধর করে তার কাছে থাকা ১৮ হাজার ৩শ টাকা, থ্রিপিস ও লুঙ্গিসহ মোট ২২টি কাপড় কেড়ে নেয়। এ সময় ওই ব্যবসায়ী স্থানীয় দোকানদারদের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল থানার এসআই টিপু সুলতান দিনভর ওই ব্যবসায়ীকে গাড়িতে করে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এরই এক পর্যায়ে গোবিন্দপুর গ্রামে গিয়ে আইজাল হোসেনের ছেলে বাপ্পীকে (২৭) গ্রেফতার করে। তাছাড়াও ছিনতাই ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ বাবুপাড়ার শামসুলের ছেলে তাকবীর (২২), ইবির নাটানা গ্রামের মানোয়ার হোসেনের ছেলে মিশরকে (২৩) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ছিনতাই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।