মেঘনায় ট্রলারডুবি: ৪ শিশুসহ নিহত ৬

 

স্টাফ রিপোর্টার: ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময়  ট্রলার থেকে দ্রুত বের হতে গিয়ে আরো কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্ধশতাধিক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহতাবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায়  মনপুরার নহিম মাঝির ট্রলারটি দেড়শতাধিক যাত্রী নিয়ে মনপুরার কলাতলী থেকে রামনেওয়াজ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি পৌঁছুলে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়।