মিয়ানমারে ভারতীয় অভিযান কী নতুন সামরিক কৌশল?

 

মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযান নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। ভারতের ক্ষমতাসীন বিজেপি আর নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ দাবি করছে, এর মাধ্যমে সব দেশকেই একটা কড়া বার্তা দেয়া হয়েছে যে, জঙ্গিবাদ বা সন্ত্রাসীদের রুখতে সীমান্ত পেরোতেও ভারত পিছ পা হবে না। এ অংশের ইঙ্গিত পাকিস্তানের দিকেই। বিশ্লেষকদের অন্য অংশের মতে, সর্বশেষ এ অপারেশন কখনই সন্ত্রাস বা জঙ্গিবাদ রোখার জন্য নতুন শক্তিশালী নীতির ফল নয়। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, তাদের প্যারাকমান্ডো আর ইনফ্যান্ট্রির সদস্যরা মঙ্গলবার ভোর থেকে মিয়ানমারের ভেতরে ঢুকে বিশেষ অভিযান চালিয়ে নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন খাপলাং আর তাদের সহযোগী আরও এক জঙ্গিগোষ্ঠীর শিবির ধ্বংস এবং বেশ কয়েকজন জঙ্গিকে হত্যা করেছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বলেন, ‘ভারত সরকারের সর্বোচ্চ স্তর থেকে ছাড়পত্র পেয়েছে বলেই এত বড় অভিযান চালাতে পেরেছে সেনাবাহিনী।

Leave a comment