দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে বালক ও বালিকাদের মধ্যে মোট ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের খেলায় বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে বালকদের খেলায় কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান, মিরাজুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আ. খালেক, মফিজুর রহমান, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। ধারাভাষ্য দেন শিক্ষক জান মোহাম্মদ জান্টু ও মনিরুল ইসলাম। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, শিক্ষক কুতুব উদ্দিন, হাবিবুর রহমান, নারায়ন চন্দ্র পাল প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।