দর্শনায় জালটাকা ফেনসিডিল মদ ও মোটরসাইকেল উদ্ধার : আটক ২

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করেছে জালটাকা, ভারতীয় মদ, ফেনসিডিল ও মোটরসাইকেল। আটক করেছে ঈশ্বরচন্দ্রপুরের ২ জনকে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে নায়েক হাজি কাজি আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-জয়নগর শামসুল ইসলাম সড়কের কানকাটা ব্রিজে। বিজিবি সদস্যরা ওই ব্রিজের সামনে থেকে আটক করেছে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের ওয়াজেদ আলীর ছেলে আলাউদ্দিন ও রমজান আলীর ছেলে রুহুলকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২০ বোতল ফেনসিডিল, ৯ বোতল মদ, বাংলাদেশি ২ হাজার জালটাকা ও একটি ১শ সিসি লাল রঙের ফ্রিডম মোটরসাইকেল। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় আলাউদ্দিন ও রুহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো প্রকার মাদকচোরাকারবারের সাথে সে জড়িত নয়। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। গুঞ্জন উঠেছে, ফেনসিডিলের এ বড় চালানের সাথে বেশ কয়েকজন মাদককারবারী ছিলো। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। চক্রের হোতা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। সঠিক তদন্ত করা হলে এ চালানের হোতার নাম বেরিয়ে আসবে।