খবর: (চুয়াডাঙ্গায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রস্তুতিমূলক সভা)
মহাজনে বুদ্ধি আটে রমজানে
ভেজাল করার কারসাজি সে কম জানে
ফন্দি ফিকির চলে সকল বস্তায়
আমজনতা খায় কেবলই লস তাই।
ব্যবসায়ীদের আঙুল ফোলে রোজ রোজ
কোথা থেকে কেমন করে খোঁজ খোঁজ
সত্যি কথা বললে আবার খবর আছে
অল্পতো নয় অল্পতো নয় যবর আছে।
রোজার মাসে সব বাজারই গরম হয়
গরিব লোকের কষ্ট বাড়ে শরম হয়
আমার তোমার কেবল গিদ
আসছেরে ভাই রোজার ঈদ।
-আহাদ আলী মোল্লা