চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় জরিমানা

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্রশাসনের দৃষ্টি এড়িয়ে সিগারেটের প্যাকেট সাজিয়ে অভিনব কায়দায় সিগারেটের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা হতে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০০৫ সংশোধনী ২০১৩ এর ৫এর ১(ক)/৫(৪) ধারামতে চুয়াডাঙ্গ শহরের কোর্ট মসজিদের নিকট দোকানদার আব্দুল খালেকের ছেলে আব্দুল করিমকে ১ হাজার টাকা, মহিউদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল ছালামকে ১ হাজার টাকা, কেদারগঞ্জ বাজারের দোকানদার জামির হোসেনকে ৮শ টাকা, আব্দুর রবকে ১ হাজার টাকা, পানির ট্যাংকের নিকটের দোকানদার সৈয়দ মাহাবুব আলমকে ১ হাজার টাকা ও কেদারগঞ্জ নতুন বাজারের দোকানদার দেলোয়ার হোসেনকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন। সর্বমোট ৬ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও মো. মুসফিকুর আলম হালিম। এ সময় দোকান থেকে সিগারেটের সকল বিজ্ঞাপন নামিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পুনরায় বিজ্ঞাপন প্রচার করলে দ্বিগুণ হারে জরিমানা করা হবে বলে দোকানদারদের সতর্ক করে দেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক, হেলথ এডুকেটর দেলোয়ার হোসেন, পেশকার কামরুজ্জামান, অফিস সহকারী তাইজেল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই এএসএম সাইদ উর রহমান।