আদালতের নির্দেশনা ভঙ্গ করে গাংনীতে বাঁশ কাটার অভিযোগ

 

গাংনী প্রতিনিধি: আদালত কর্তৃক স্থিতিবস্থা উপেক্ষা করে বাঁশবাগান কেটে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী বলেছেন, ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর গাংনীর মটমুড়া গ্রামে। এ ঘটনায় যে কোনো মুহূর্তে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

জানা গেছে, মটমুড়া গ্রামের আব্দুস সামাদের সাথে প্রতিপক্ষ আবুল হোসেন গঙের ৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। মালিকানা বুঝে পেতে আব্দুস সামাদ বাদী হয়ে ২০০৯ সালে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে ওই বছরের ৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা জারি করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ আবুল হোসেন ও তার লোকজন ওই জমির সমস্ত বাঁশবাগান কেটে তছরুপ করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, বাদীর আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment