মিশরে ফুটবল স্টেডিয়ামে দাঙ্গা : ১১ জনের মৃত্যুদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: ২০১২ সালে মিশরে একটি ফুটবল স্টেডিয়ামে দাঙ্গার ঘটনায় ১১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। এ মামলায় আরও ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন ২১ জন। সাজাপ্রাপ্তরা আপিল করার সুযোগ পাবেন। মামলার বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ২০১২ সালের শুরুর দিকে মিশরের পোর্ট সাইদ শহরে স্থানীয় ফুটবল ক্লাব আল-মাসরি ও কায়রোর ক্লাব আল-আহলির মধ্যে ফুটবল ম্যাচ শেষে হওয়ার পর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে ৭৪ জন প্রাণ হারায়, আহত হয় প্রায় হাজার খানেক মানুষ। ওই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, কায়রো দল আল-আহলি ৩-১ গোলে ম্যাচ জেতে। ম্যাচ জয়ের পর আল-আহলির সমর্থকরা আল-মাসরি ফুটবল দলকে ব্যাঙ্গ করে লেখা ব্যানার তুলে ধরলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

Leave a comment