মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।
অপরদিকে বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, নেছার উদ্দীন, জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল কুমার, বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, শিক্ষক জিয়াউর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। খেলা পরিচালনা করেন সস্তা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন।