দৈনিক মাথাভাঙ্গার আজ প্রতিষ্ঠাবার্ষিকী : ২৪ পেরিয়ে ২৫

স্টাফ রিপোর্টার: আজ ১০ জুন। দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাবার্ষিকী। দু যুগ পেরিয়ে আজ পঁচিশ বছরে পদার্পণ। আজকের এই শুভক্ষণে মাথাভাঙ্গা সম্পাদক সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৯১ সালের আজকের দিনে দৈনিক মাথাভাঙ্গা যাত্রা শুরু করে। শুরুটা লেটার হ্যান্ড কম্পোজে প্রকাশিত হলেও ২০০১ থেকে অফসেটে ছাপা শুরু হয়। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত হলেও মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরের একাংশের পাঠকপ্রিয়তা অর্জনে আঞ্চলিক মুখপত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০০৭ সালে দৈনিক মাথাভাঙ্গা ইন্টারনেটে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপি প্রসার লাভ করে। এলাকার পাঠককূলের অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতায় অগ্রযাত্রা অব্যাহত রেখেছে মাথাভাঙ্গা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তেমন আয়োজন না থাকলেও ভোরে বিক্রয় প্রতিনিধিদের সাথে নিয়ে কেক কাটা, দোয়া ও দিনজুড়ে সাংবাদিক, কর্মকর্তা, সহকারীসহ ছাপাখানায় কর্মরতদের মিলনমেলা।

একদল টগবগে যুবকের লেখা ছাপার তাগিদ আর অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুরন্ত সাহস নিয়ে দৈনিক পত্রিকা প্রকাশের স্বপ্ন শুরু হলেও প্রকাশনার সূচনা লগ্নেই লক্ষ্য ও উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কুসংস্কার, সন্ত্রাস তাড়িয়ে দুর্নীতির মাথা ভেঙে সচেতনতার আলোয় আলোকিত সমাজ গড়া। সেই প্রত্যয়ে মাথাভাঙ্গার একদল প্রত্যয়ী মানুষ প্রকাশনা অব্যাহত রেখেছে। এক এক করে ২৪টি বছর পেরিয়ে আজ ২৫ বছরে পদার্পণের শুভক্ষণে ব্যাপক আনুষ্ঠানিকতা তথা বিশেষ আয়োজন করতে না পারার বহু ব্যাখ্যা থাকলেও সেদিকে না গিয়ে মার্জনা চেয়েছেন কর্ণধার।

Leave a comment