দামুড়হুদার হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে এবং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের খেলায় বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালকদের খেলায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন সিরাজুল ইসলাম। ধারাভাষ্য দেন শিক্ষক মিজানুর রহমান। খেলা শেষে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সভাপতি জিল্লুর রহমান খোকন, হোসনে জাহান সোনালী, শিক্ষিকা কানিজ ফাতেমা, জেনেফার ইয়াছমিন কাজল রেখা, হাসমাতারা হাসি, শিক্ষক আকবর আলী, আক্তারুল হক, শফিকুল ইসলাম, মুনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যাচ কমিশনার শিক্ষক কুতুব উদ্দিন।

Leave a comment