দামুড়হুদার বিভিন্ন ক্যাম্পের বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

: ৭৭৪ বোতল ফেনসিডিল ও ১৪৭ বোতল মদ উদ্ধার

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদককারবারীকে। গত সোমবার রাত ১টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সুলতান নদীরধার নামক স্থান থেকে উদ্ধার করেছেন ১০২ বোতল ভারতীয় মদ। রাত ২টার দিকে জীবননগরের ধোপাখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ধোপাখালী কালার মাঠে। ওই মাঠ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন ৫০২ বোতল ফেনসিডিল। রাত ৩টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সিংনগর হালদারপাড়া মাঠ থেকে উদ্ধার করেছেন ২২০ বোতল ফেনসিডিল। রাত ৪টার দিকে দামুড়হুদার জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবুল কালাম সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে জাহাজপোতা মাঠ থেকে উদ্ধার করেছেন ৪৫ বোতল ভারতীয় মদ। একই সময় দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক ফয়জুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে দর্শনা জয়নগর মাঠ থেকে উদ্ধার করেছেন ৫২ বোতল ফেনসিডিল।

Leave a comment