জীবননগর মিনাজপুরে শিশু ধর্ষণের অপচেষ্টা : পালিয়েছে খালেক

 

জীবননগর ব্যুরো: জীবননগর মিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় পাশবিক নির্যাতন চালানো আব্দুল খালেক (৪৫) গ্রামে ছেড়ে পালিয়েছে। এদিকে লোকমোর্চা নেতৃবৃন্দ হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং আইনি সহায়তা দেয়ার প্রস্তুতি নেন। এলাকাবাসী ধর্ষকরূপী আব্দুল খালেকের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা গছে, উপজেলার মিনাজপুর গ্রামের বানপুরপাড়ার ফকির চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল খালেক সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ৫ বছরের এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার আমবাগানে নিয়ে যায়। পরে সে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের অপচেষ্টা করে। ভয়ে শিশুটি বাড়িতে না গিয়ে সে আতঙ্কে ওই বাগান সংলগ্ন বাড়ির গোলার নিচে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে সন্ধ্যা নেমে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে তাকে ওই বাড়ির গোলার নিচে থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর চিকিৎসার খোঁজখবর নিতে শষ্যাপাশে যান চুয়াডাঙ্গা সিভিল সার্জন মো. আজিজুল হক।

Leave a comment