চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাসের অবসর গ্রহণ

স্টাফ রিপের্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রহমত আলী বিশ্বাস প্রস্তুতিমূলক অবসর গ্রহণ (পিআরএল) করেছেন। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জীবননগর উপজেলার উথলী গ্রামের এরশাদ আলী বিশ্বাস ও আশফোন্নেছা বেগমের ছেলে রহমত আলী বিশ্বাস ১৯৫৬ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা পলাশপাড়ার বাসিন্দা। তিন কন্যাসন্তানের জনক রহমত আলী বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১৯৮০ সালে উচ্চতর দ্বিতীয় শ্রেণিতে এমএসসি পাস করেন। এরপর পাবনার ঈশ্বরদী কলেজে ১৯৮৬ সালের ১ মার্চ প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নড়াইল ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২২তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্জন সম্পর্কে জানতে চাইলে বিদায়ী অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস জানান, সরকারি কলেজে অর্থনীতি, বাংলা, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালু করার বিষয়টি তার সময়ের সবচেয়ে বড় অর্জন। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর সরকারি কলেজে পড়াশোনা করছে। কলেজটিতে একটি ছাত্রীনিবাস, অডিটোরিয়াম, বিজ্ঞানভবন ও একাডেমিকভবন নির্মাণ জরুরি বলে তিনি জানান।

এদিকে অধ্যক্ষ রহমত আলী বিশ্বাসের বিদায় উপলক্ষে সরকারি কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা হিমেল, লিপু, জিম, খালিদ, সম্রাট, অভি, বরকত, রুবেল, সাজিবুল, কলিম, জুয়েল, আলিফ নূর, বাপ্পি, জান্নাত, তরুণ, মারুফ, কাব্য, তামিম, রানা, টোকন, সোহেল, ফয়সাল, মমিন, জাহাঙ্গীর, হাসান, শিহাব প্রমুখ।

Leave a comment