চুয়াডাঙ্গা পৌরসভার বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা সম্পন্ন

 

ক্রীড়া প্রতিবেদ: চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ের বালিকা বিভাগের খেলায় জয়লাভ করে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বালক বিভাগে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভেমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। গতকালের খেলাগুলো পরিচালনা করেন নাজমুল হক শান্তি, ইকতিয়ার আহম্মেদ, ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, রেজাউল হক রিজু, আ. মালেক, সুমন জোয়ার্দ্দার ও সোহেল কায়েস। আজ একই মাঠে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a comment