ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দু দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গত সোমবার এ প্রদর্র্শনী শুরু হয়। দু দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে নারীজীবন কেন্দ্রিক চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ প্রদর্শনী হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের উদ্যোগে তরুণ চলচ্চিত্র পরিচালক প্রসূন রহমানের নারী জীবন কেন্দ্রিক চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ প্রদর্শিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রদর্শনী চলে। গতকাল মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শনীর শেষ দিনে সুতপার ঠিকানা ও একই পরিচালকের বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদের জীবনীর ওপর নির্মিত প্রামান্যচিত্র ফেরা প্রদর্শিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর শেষ দিনে পরিচালক প্রসূন রহমান, অভিনেতা নাভিদ মুনতাসির, ছবির কলাকুশলী রাজা রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র প্রদর্শনীর শেষ দিনে পরিচালক প্রসূন রহমান বলেন, ‘সুতপার ঠিকানা’ দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আশা করি এ চলচ্চিত্র দেখার পর দর্শকদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে।